ইজার বা লুঙ্গির
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সর্বদা সিলাইবিহীন (ফাঁড়া) লুঙ্গি মুবারক পরিধান করতেন। এমনকি তা পরিধান করে তিনি বাহনে সওয়ার হতেন এবং যুদ্ধের ময়দানেও যেতেন। (শামায়েলে তিরমিযী, মাদারেজুন নুবুওওয়ত, যাদুল মা’য়াদ, জামউল ওসায়েল ও খাসায়েলে নববী)
পরিমাপ
লুঙ্গি দৈর্ঘ্যে সাড়ে চার হাত এবং প্রস্থে আড়াই হাত ছিল।
টিকা : নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জীবনে কখনো সালোয়ার বা পাজামা পরিধান করেননি। তবে কোন কোন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সালোয়ার পরিধান করতেন বলে বর্ণনা রয়েছে।
সূত্র : মাসিক আল বাইয়্যিনাত
বিষয় : সুন্নতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইজার, লুঙ্গি, জুব্বা, কোর্তা, পাগড়ী, টুপি, সুন্নতে হাবীবী, সুন্নত
এই বিভাগ থেকে আরও পড়ুন
« পূর্ববর্তী|
সব গুলি|
পরবর্তী »

Loading...