মাহবুবে সুবহানী, ৬শত হিজরী শতকের মুজাদ্দিদ গাউছুল আ’যম হযরত সাইয়্যিদ মুহম্মদ আব্দুল ক্বাদির জীলানী রহমতুল্লাহি আলাইহি উনার খলীফা হযরত ইমাম জামালুদ্দীন আবুল ফারাজ আব্দুর রহমান ইবনে আবুল হাসান ইবনে আলী ইবনে আব্দুল্লাহ ইবনে জাওযী কারমী তামীমী বিকরী বাগদাদী হাম্বলী আশয়ারী (বিলাদত শরীফ: ৫১০ হিজরী, বিছাল শরীফ মুবারক: ৫৯৭ হিজরী) রহমতুল্লাহি আলাইহি উনার লেখা ‘তালবীসুল ইবলীস’ কিতাবের ‘ফী যাম্মিল বিদয়ি ওয়াল মুবতাদিয়ীন’ অধ্যায়ে ৭২টি বাতিল গুমরাহ ও জাহান্নামী ফিরক্বার নামের তালিকা সম্পর্কে বর্ণিত আছে যে, ৭২টি বাত্বিল গুমরাহ ও জাহান্নামী ফিরক্বার মূল ৬টি ফিরকা শাখা-প্রশাখা।
মূল ফিরক্বা |
তার শাখা-প্রশাখা |
১. হারূরিয়াহ (খাওয়ারিজ) |
১২টি |
২. ক্বদরিয়াহ |
১২টি |
৩. জাহ্মিয়াহ |
১২টি |
৪. মুরজিয়াহ |
১২ টি |
৫.রাফিদ্বাহ (শীয়াহ) |
১২টি |
৬. জাবারিয়াহ |
১২টি |
সর্বমোট বাতিল ফিরকা = ৭২ টি
১. হারূরিয়াহ (খারিজী) বাতিল ফিরকার ১২টি শাখা
হারূরিয়াহ বাতিল ফিরক্বার আরো কয়েকটি নাম: খাওয়ারিজ (খারিজী), মুহকামাহ (হুকমিয়াহ), শিরায়াহ, ও মারিক্বাহ। এ ফিরকার ১২টি শাখা হচ্ছে: (১) আযরাক্বিয়াহ (২) আবাদ্বিয়াহ (৩) ছা’লাবিয়াহ (৪) হাযিমিয়াহ (৫) খালফিয়াহ (৬) মুর্ক্রামিয়াহ (৭) কানঝিয়াহ (৮) শামরিয়াহ (৯) আখনাসিয়াহ (১০) মু’হকামিয়াহ (১১) মু’তাযিলাহ (১১) মাইমূনিয়াহ
২. ‘ক্বাদ্রিয়াহ’ বাতিল ফিরক্বার ১২টি শাখা
‘ক্বাদরিয়াহ’ ফিরকার অপর নাম ‘মু’তাযিলাহ’। এ ফিরক্বার ১২টি শাখা হচ্ছে: (১) আহমারিয়াহ (২) ছানুবিয়াহ (৩) মু’তাযিলাহ (৪) কাইসানিয়াহ (৫) শাইত্বানিয়াহ (৬) শারীকিয়াহ (৭) ওয়াহমিয়াহ (৮) রাওয়ানদিয়াহ (৯) বাতরিয়াহ (১০) নাকিছিয়াহ (১১) ক্বাসিত্বিয়াহ (১২) নিযামিয়াহ।
৩. ‘জাহ্মিয়াহ’ বাতিল ফিরকার ১২টি শাখা
(১) মুয়াত্ত্বালাহ (২) মুরাইসিয়াহ (৩) মুলতাযিক্বাহ (৪) ওয়ারিদিয়াহ (৫) যানাদিক্বাহ (৬) হারক্বিয়াহ (৭) মাখলূক্বিয়াহ (৮) ফানিয়াহ (৯) মুগীরিয়াহ্ (১০) ওয়াক্বিফিয়াহ (১১) ক্বাবরিয়াহ (১২) লাফযিয়াহ।
৪. ‘মুরজিয়াহ’ বাত্বিল ফিরক্বার ১২টি শাখা
(১) তারিকিয়াহ (২) সায়িবিয়াহ (৩) রাজিয়াহ (৪) শাকিয়াহ (৫) বাইহাসিয়াহ্ (৬) মানকূছিয়াহ (৭) মুস্তাছনিয়াহ্ (৮) মুশাব্বিহাহ্ (৯) হাশবিয়াহ (১০) যাহিরিয়াহ (১১) বিদয়িয়াহ (১২) আমালিয়াহ।
৫. রাফিদ্বাহ (শীয়াহ) বাত্বিল ফিরক্বার ১২টি শাখা
‘রাফিদ্বাহ’ ফিরক্বার আরো কয়েকটি নাম: শীয়াহ, গলিয়াহ ও ত্বাইয়ারাহ। এ ফিরক্বার ১২টি শাখা হচ্ছে: (১) উলুরিযাহ (২) আমরিয়াহ (৩) শীয়িয়াহ্ (৪) ইসহাক্বিয়াহ (৫)নাবূসিয়াহ (৬) ইমামিয়াহ (৭) ইয়াযীদিয়াহ (৮) আব্বাসিয়াহ (৯) মুতানাসিখাহ (১০) রাজয়িয়াহ (১১) লায়িনিয়াহ (১২) মুতারাব্বিছাহ্
৬. ‘জাবারিয়াহ’ বাতিল ফিরক্বাহ ১২টি শাখা
(১) মুদ্বতারিয়াহ (২) আফয়ালিয়াহ (৩) মাফরূগিয়াহ (৪) নাজ্জারিয়াহ (৫) মুতানিয়াহ (৬) কাসবিয়াহ (৭) সাবিক্বিয়াহ (৯) হুব্বিয়াহ (৯) খাওফিয়াহ (১০) ফিকরিয়াহ (১১) খাসিয়াহ (১২) মায়িয়াহ।
উল্লেখিত ৭২টি দল বাত্বিল গুমরাহ ও জাহান্নামী হিসেবে চিহ্নিত। সামনে ধারাবাহিকভাবে প্রত্যেক ফিরক্বার কুফরী আক্বীদাসমূহ তুলে ধরা হবে। ইনশাআল্লাহু তায়ালা।
সূত্র : মাসিক আল বাইয়্যিনাত শরীফ
বিষয় : আক্বায়িদু আহলিস সুন্নাহ ওয়াল জামায়াহ, আক্বীদা, ইলমে ফিকাহ, ৭২টি বাতিল ফিরক্বা
এই বিভাগ থেকে আরও পড়ুন
« পূর্ববর্তী|
সব গুলি|
পরবর্তী »

Loading...